আলিপুরদুয়ারঃ পথ দুর্ঘটনা এড়াতে এবং চালকদের ঘুম ভাব কাটাতে গাড়ির চালকদের চা পান করানো হল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে । এদিন আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাদারিহাট টোল প্লাজা এলাকায় এশিয়ান হাইওয়েতে চলাচলকারী সমস্ত গাড়ির চালকদের চা পান করানো হয় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ট্রাফিক ইন্সপেক্টর জয়দেব মোদক, হাসিমারা ট্রাফিক ওসি বিজয় দে সহ পুলিশ কর্মীরা ও সিভিক ভলেনটিয়াররা। এদিন ট্রাফিক ওসি বিজয় দে নিজে সমস্ত গাড়ির চালকদের দাড় করিয়ে চা পান করান ।

এই সময়ে প্রতিনিয়ত সকালে কুয়াশাছন্ন আবহাওয়া থাকে এলাকায় এবং এর দরুণ কোনো দোকান সকালে দিকে খুলেনা ।এই জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ভোর চারটে থেকে সাড়ে ছয়টা ওবধি চালকদের চা পান করানো হয় যাহাতে চালকদের ঘুম ঘুম ভাব কাটে এবং পথ দুর্ঘটনার সম্ভবনা এড়ানো যায় ।