ডেস্কঃ- বিশ্বজুড়ে এখন করোনাভয়ে ত্রস্ত। ভয়ে পাওয়ার কথাও বটে, গতকাল রাতে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। মারণ ভাইরাসে প্রান হারিয়েছেন ৫ লক্ষ মানুষ।

আমেরিকায় সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১লক্ষ ২৮হাজার ১৫২ জন। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৮১ হাজার ৪৩৭ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লক্ষ ৩১৫ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ৫৭হাজার ১০৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লক্ষ ১৫ হাজার ৯০৫ জন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। এখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬,২৭,৬৪৬। COVID সংক্রমণে রাশিয়ায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮,৯৬৯ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৯৩হাজার ৩৫২ জন।
এদিকে বিশ্বে ৩৮টি এমন দেশ রয়েছে যারা কোরোনাকে পরাজিত করেছে অথবা আক্রান্তের সংখ্যা অনেক কমে গিয়েছে এর মধ্যে রয়েছে ছোটো কয়েকটি দ্বীপ- যেমন তুভালু, ভানুয়াতু, সলোমন। ভারতের দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও ভুটানও প্রায় কোরোনামুক্ত বলা চলে। শ্রীলঙ্কায় ৯ জন কোরোনা আক্রান্ত হলেও, ভুটানে কেউ সংক্রমিত নন।