মালদাঃ- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল করল বিজেপি নেতৃত্ব। এই মর্মে এদিন পুড়াটুলি বিজেপি সদর কার্যালয় থেকে এক ধিক্কার মিছিল বের হয়।মিছিলে পা মেলান উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ বিজেপি কর্মীরা। মিছিল গোটা শহর পরিক্রমা করে নেতাজি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়।
