মাথাভাঙ্গা– তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন্দ্র দত্তের উপর বিজেপি কর্মীদের হামলার করে বলে অভিযোগ। এরই ঘটনার প্রতিবাদ জানিয়ে গভীর রাত অব্দি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় টিএমসি কর্মীরা।

তাদের দাবি যারা নরেন্দ্র দত্তের উপর হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে থানায় অবস্থান বিক্ষোভ শুরু করে। মাথাভাঙ্গা থানার আইসি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে এবং মাথাভাঙ্গা থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে এস আর করে টিএমসির পক্ষ থেকে। এই ঘটনায় এফ এ রে নাম থাকা দুজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে মাথাভাঙ্গা থানা পুলিশ। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।