আলিপুরদুয়ারঃ বিজেপির জনসম্পর্ক কর্মসূচি চলছে চা বলয়ে। আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বলয়ে শনিবার থেকে শুরু হল বিজেপির জনসম্পর্ক কর্মসূচি । এই কর্মসূচি অনুযায়ী বিজেপি নেতা কর্মীরা চা বলয়ের বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে ছয় বছরের কেন্দ্রীয় সরকার কি কি জনহিতকর কাজ করেছে তার খতিয়ান তুলে ধরছে। এদিনের জনসম্পর্ক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক অসীম কুমার লামা, বিজেপি মণ্ডল সভাপতি নারায়ণ মঙ্গর সহ কালচিনি এলাকার বিজেপির কর্মীরা ।
