ডেস্কঃ- সুশান্তের মৃত্যুর পর থেকেই একাধিক কথা উঠছে সোশ্যাল মিডিয়ায়। সুশান্ত নাকি অঙ্কিতাকে ছেড়ে দেওয়ায় আক্ষেপ ছিল। সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, টেলিভিশনে হইচই। শেষমেশ চিকিৎসক নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়েছেন, রোগীর গোপন তথ্য প্রকাশ্যে আনার মতো কোনও অনৈতিক কাজ তিনি করেননি। এই খবর ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন মনোরোগ বিশেষজ্ঞ ডঃ চাবড়া। একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যেখানে ডঃ চাবড়া বলেছেন, সুশান্তের বাইপোলার ডিজ অর্ডার ছিল, এমন তথ্যও তিনি কখনও কাউকে বলেননি। পোস্টের সঙ্গেই একটি মোবাইল বার্তালাপের স্ক্রিনশট তিনি পোস্ট করেছেন, যা থেকে জানা যাচ্ছে বিশেষ একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল চিকিৎসকের সঙ্গে কথা না বলেই। সুশান্তের মৃত্যুর ৮ দিন কেটে গিয়েছে। তবুও তার মৃত্যু নিয়ে কাটাছেঁড়া চলছেই। এর সমাধান আদতে কবে হবে এখন সেটাই দেখার।