ডেস্কঃ- ভুটান সীমান্ত বর্তী জয়ঁগা ও তার পার্শ্ববর্তী এলাকার ২০ জন বেকার যুবকদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করল এস এস বি ৫৩ ব্যাটালিয়ান। আজ থেকে এলাকার ২০ জন যুবককে এই প্রশিক্ষণ দেবার কাজ শুরু হল আগামী এক মাস এই ২০ জন যুবককে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে । এছাড়া জয়ঁগা খোকলা এলাকার ২০ জন যুবককে এস এস বি ৫৩ ব্যাটালিয়ানের পক্ষ থেকে ইলেকট্রিসিয়ান এর প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হল। এদিন উপস্থিত ছিলেন এস এস বি ৫৩ ব্যাটালিয়ান এর সেকেন্ড ইন কমাণ্ড মনোহর লাল।
