
আলিপুরদুয়ারঃ শনিবার শহীদ বিপুলের বাড়িতে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী , তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী। শহীদ বীর জওয়ানের স্ত্রী এবং তার বাবার হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘোষণা অনুযায়ী রাজ্য সরকারের পাঁচ লাখ টাকার চেক তারা তুলে দেন।
পরিবারের একজনের চাকরী রাজ্য সরকার দেবে তাও পরিবার কে জানিয়ে দেওয়া হয়েছে।এছাড়া বীর শহীদের শহীদ স্তম্ভ হবে তার জায়গাও নির্বাচিত হিয়েছে।একটি আলিপুরদুয়ার শহরে হবে।