আলিপুরদুয়ার : মাদারিহাট – টোটোপাড়া যোগাযোগ বিচ্ছিন্ন মাদারিহাট জামতলা কাছে বাঙরি নদীর জল বিপদ সীমার উপরে বইছে । আজ সকাল থেকে বাঙরি নদীর জল বেড়ে যাওয়ায় মাদারিহাট থেকে টোটোপাড়া চলাচল বন্ধ হয়ে গিয়েছে । উল্লেখ্য মাদারিহাট থেকে টোটোপাড়া যেতে হলে হাউড়ি, বাঙরি, তিতি মত সাতটি পাহাড়ি নদী পেড়োতে হয় । আর এই নদী গুলোর উপর এখনও ওবধি সেঁতু নির্মাণ হয়নি আর পাহাড়ে বৃষ্টি হলেই এই নদী গুলো রুদ্ররূপ ধারণ করে তখন যাতায়াত একদম বন্ধ হয়ে যায় । বছরের পর বছর এই সমস্যায় দিনযাপন করতে হচ্ছে টোটোপাড়া, বল্লালগুড়ি এলাকার বাসিন্দা দের ।
