ডেস্কঃ- ভারতের সবচেয়ে বড় সাইকেল প্রস্তুতকারক সংস্থা হিরো সাইকেল। চিণা পণ্য বয়কটের দ্রব্যের ব্যবহার বন্ধের কোপ এবার পড়ল হিরো সাইকেলের ওপর। সংস্থার চেয়ারম্যান পঙ্কজ মুনজল জানিয়েছেন, কম পক্ষে ৯০০ কোটি টাকার চালু ব্যবসা বন্ধ হবে চিনের সঙ্গে। বিকল্প কোনো সংস্থার সঙ্গে যোগ করতে চাইছে তারা। তার জন্য ইতিমধ্যে একটি তালিকা পেশ করেছে তারা।

সেই তালিকায় প্রথমেই উঠে এসছে জাপানের নাম। পঙ্কজ মুনজল আশ্বস্ত করে বলছেন, চাহিদা অনুযায়ী জোগান বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে হিরো সাইকেল। শুধু তাই নয়, লকডাউনের জেরে মুখ থুবড়ে পড়া সংস্থাকে যাতে চিনের মুখাপেক্ষী না হতে হয় তা নিশ্চিত করতে চায় হিরো সাইকেল। কারিগরি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফেই।