এলাকার যুবকেরা রাত জেগে পাহাড়া দেবে এবং বুনো হাতিকে লোকালয় থেকে জঙ্গলে পাঠাবে ।ডুয়ার্সের মাদারিহাটে হাতির হানা লেগেই থাকে। অনেক সময় প্রাণ হানির ঘটনাও ঘটে থাকে। তাই হাতি তাড়াতে লোকালয় থেকেই যুবকদের চিহ্নিত করা হল। শনিবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের মেঘনাথ সাহা নগর এলাকা যৌথ বন সুরক্ষা কমিটি আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় স্থির হয় চার জন করে একমাসের রোটেশন অনুযায়ী এই হাতি তাড়ানোর কাজ করবে। এবং বনদপ্তর থেকে হাতি যুবকদের 10দিনের প্রশিক্ষণ দেয়া হবে। মূলত লোকালয়ে হাতির হানা এবং মানুষের আক্রমণে হাতির ক্ষতি রুখতেই এই উদ্যোগ ।
