ডেস্কঃ- আকাশ থেকে আচমকা পড়ল এক ধাতব বস্তু। আতঙ্ক রাজস্থানের জালোর জেলার সাঞ্চোরে। রহস্যময় বস্তুতি প্রচণ্ড গরম ছিল। তার আঘাতে মাটিতে ৪-৫ ফুট গর্ত হয়ে গিয়েছে। আকাশ থেকে উড়ে এসেছে পড়েছে এই রহস্যময় বস্তুটি। সূত্রের খবর, ধাতব গোলাকার বস্তুটি পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রায় ২ কিলো ৮০০ গ্রাম ওজনের হবে বস্তুটি। বস্তুটি মাটিতে পড়ার সাথে সাথেই বস্তুটি থেকে ধোয়া বেড়োতে শুরু করে। ভয়ে পান যান স্থানীয় মানুষ জন। আপাতত সেটিকে একটি ঠান্ডা জলের পাত্রে রেখে দেওয়া হয়। ঘটনাস্থলে যান জোধপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। প্রাথমিক ভাবে এটি বিশাল আকার কোনও উল্কার অংশই হিসাবেই মনে করা হচ্ছে।
