ডেস্কঃ- মেক্সিকো উপকূলে ধরা পড়া দৈত্যাকার মাছ, যা ‘ভূমিকম্পের মাছ’ বলে পরিচিত। আচমকা উপকূলের কাছে এত বড় মাছ দেখে চমকে উঠেছেন সকলে। সামুদ্রিক মাছ ১৩ ফুট লম্বা। নাম ‘ওর ফিশ’। মুখটা অনেকটা হাঙরের মতো। গায়ের রং রুপোলি।

ফার্নান্দো কেভালিন ও ডেভিড জাবেদোরস্কি নামে দুই যুবক মাছটিকে আবিষ্কার করে সৈকতের একেবারে ধারে। এত লম্বা মাছ, দু’জনে দু’দিকে ধরে তাঁরা ছবিও তোলেন। তারপর তাকে সমুদ্রে ছেড়ে দেন ফার্নান্দো ও ডেভিড। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিমিষে। ওই দুই ব্যাক্তির মতে এই মাছ নাকি প্রোটিনে পরিপূর্ণ। ২০১১ সালের মার্চ মাসে জাপানে ভয়াবহ কম্পন আর সুনামির আগে নাকি সৈকতে দেখা গিয়েছিল ওর ফিশ। তারপর থেকেই তার নাম হয়ে যায় ‘ভূমিকম্পের মাছ’।
সমুদ্রের ৪০ মিটার উচ্চতার ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছিল অনেকগুলো দ্বীপ। নিমেষের মধ্যে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন হাজার হাজার মানুষ। সেই ভয়ানক স্মৃতি এখনও ভুলতে পারেনি কেউ। তাই আবারও কি কম্পন আর সুনামির আশঙ্কা দিচ্ছে এই মাছ, আতঙ্কিত মেক্সিকোবাসী।