আলিপুরদুয়ারঃ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় পুজোর সময় কমিউনিটি কিচেন করার পরিকল্পনা গ্ৰহণ করছে আলিপুরদুয়ার জেলা পুলিশ জেলার প্রতিটি থানা এলাকায় পুজোর দিনগুলো যাহাতে কেউ অভুক্ত না থাকে তাই জন্য কমুউনিটি কিচেন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে এদিন আলিপুরদুয়ারে পৌরসভা সভা কক্ষে পুজো কমিটির সাথে বৈঠকের পর একথা জানালো আলিপুরদুয়ার পুলিশ সুপার অমিতাভ মাইতি।

এদিন আলিপুরদুয়ার পৌরসভা সভা কক্ষে আলিপুরদুয়ার শহড়ের সমস্ত পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন হয় এবং বৈঠকে মূখ্যমন্ত্রীর বার্তা লাইভ প্রোজেক্টরের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হয় এছাড়া আলিপুরদুয়ার জেলার কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, শামুকতলা ও কুমারগ্ৰাম এলাকায় ও প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটির নিয়ে বৈঠক হয় ও মূখ্যমন্ত্রী বার্তা শোনানোর ব্যবস্থা করা হয়। এদিন আলিপুরদুয়ার পুরসভা হল ঘরে বৈঠক শেষে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান আমরা পুজোর সময় আলিপুরদুয়ার জেলার প্রতিটি এলাকায় কমিউনিটি কিচেন করার পরিকল্পনা নিয়েছি।