ডেস্কঃ- ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তে অবস্থিত কয়েকটি রাজ্যে প্রবল বর্ষণের জেরে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এর মধ্যে উত্তরপ্রদেশে ২৩ জনের ও বিহারে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জখমও হয়েছেন বহু। জলমগ্ন হয়ে পড়েছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও বিহার-সহ বেশ কয়েকটি রাজ্যের বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টি আর তার জেরে বজ্রপাতের ফলে মৃত্যু হয়েছে এত মানুষের।

উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, শনিবার রাজ্যের বিভিন্ন জেলাতে প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়। এর ফলে এলাহাবাদে আটজন, মির্জাপুরে ৬ জন, ভাদোইয়ে ৬ জন, কুশাম্বিতে ২ জন ও জৌনপুরে একজন-সহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলাতে জখম হয়েছেন আরও ২৯ জন। ভোজপুরে ৯ জন, সারানে পাঁচজন, কাইমুরে তিন, পাটনায় দুই ও বক্সারে একজনের মৃত্যু হয়েছে।