অবৈধ নেশা কফশিরাপ সহ এক যুবককে গ্ৰেপ্তার করল বীরপাড়া থানার পুলিশ । রবিবার রাতে গোপন সুত্রের খবর ভিত্তিতে অভিযান চালিয়ে বীরপাড়া পুলিশ বীরপাড়া এলাকা থেকে একটি বাইক আটক করে সেই বাইকে করে বীরপাড়া দোলমোড় নিবাসী রোমান বিশ্বকর্মা নামক এক যুবক কফশিরাপ পাচার করছিল । তার কাছ থেকে পুলিশ ২৪০ বোতল অবৈধ কফশিরাপ উদ্ধার করে। অভিযুক্তকে জলপাইগুড়ি কোর্টে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বীরপাড়া পুলিশ ।
