ডেস্কঃ- মাঝ আকাশে বিমান দুর্ঘটনা, মৃতের সংখ্যা জানা এখনও জানা যায় নি। আমেরিকায় মুখোমুখি সংঘর্ষের পর ইডাহো এলাকায় একটি লেকের উপর ভেঙে পড়ল দুটি বিমান। রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনা ঘটেছে। মাটি থেকে তখন প্রায় ৮০০ ফুট উপরে বেশ গতিতেই উড়ছিল দুটি বিমান। কিছু একটা ঘটবে বিমান চালকরা আন্দাজ করছিলই, আর তাই ঘটল।

গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা সফল হয়নি। একটি বিমানের কেবিনের ভিতরে ঢুকে গিয়েছিল আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের জলে ডুবে যায় বলে খবর। সেই সময় ওই লেকে বেশ কয়েকজন বোটিং করছিলেন, তারা ঘটনার সাক্ষী। বিমানদুটি মুখোমুখি সংঘর্ষ হয়ে, খণ্ডবিখণ্ড হয়ে জলে পড়ে।
সঙ্গে সঙ্গে ভেসে ওঠে বেশ কিছু দেহ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, চালকদের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটি, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজে নেমেছে প্রশাসন। লেকের জলে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে মনে করা হচ্ছে দুই বিমানের কেউ এখনও বেঁচে নেই। ঘটনায় ৬ জন নিখোঁজ রয়েছে বলেও খবর।