আলিপুরদুয়ার:- ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্য বিধানসভা ভোটে বিভিন্ন এলাকায় মোতায়েন করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

সারা রাজ্যের সাথে সাথে আলিপুরদুয়ার জেলাও নির্বিঘ্নে নির্বাচনের কাজ পরিচালনা করতে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী।
শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার এথেলবাড়ি, যোগিঝরা এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে। এদিনের কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের উপস্থিত ছিলেন জটেশ্বর পুলিশ ফাঁড়ির আধিকারিকরাও। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।