
করোনা জেরে এবং লকডাউনের ফলে হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে দেখা গিয়েছে রক্তের ঘাটতি কেননা এই সময় বন্ধ রক্তদান শিবির আর এর ফলে রক্ত সঙ্কট বিরাট আকার ধারণ করেছে। তাই হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে এই রক্ত সঙ্কট মিটাতে উদ্যোগ গ্ৰহণ করল আলিপুরদুয়ার জেলা পুলিশ । রবিবার কালচিনি থানার উদ্যোগে কালচিনি হিন্দি হাই স্কুলে কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে কালচিনি থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেনটিয়াররা রক্তদান করে মোট ৫০ ইউনিট রক্ত সংগ্ৰহ হয় । সংগ্ৰহীত রক্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।