
বিজেপির শিবিরে বড় ধস নামলো । বিজেপির বীচ চা বাগানের নেতা কালচিনি পঞ্চায়েত সমিতির সদস্য সুরেশ তীর্কি দলবল সহ তৃণমূলে সামিল হন। মঙ্গলবার সন্ধ্যায় হাসিমারা তৃণমূল কংগ্রেস কারয্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় । সভাতে বিজেপি নেতা পঞ্চায়েত সমিতির সদস্য সুরেশ তীর্কি দলবল সহ তৃণমূলে যোগদান করে। আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি অসীম মজুমদার। তৃণমূলে যোগদানের কারণ সম্পর্কে কালচিনি পঞ্চায়েত সমিতির সদস্য সুরেশ তীর্কি জানান যে পঞ্চায়েত সমিতি হিসেবে নির্বাচিত হয়েছি পুরো দেড় বছর হয়ে গিয়েছে কিন্ত এই দেড় বছরে এলাকার উন্নয়ন হয়নি তাই এলাকার উন্নয়নের জন্য আমি তৃণমূলে সামিল হয়েছি। এই বিষয়ে তৃণমূলের কালচিনি ব্লক সভাপতি অসীম মজুমদার জানান সুরেশ তীর্কি কালচিনি ব্লকের চা বলয়ে পরিচিত মুখ এবং পঞ্চায়েত সমিতির সদস্য সে ও বীচ চা বাগান এলাকার প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে আমরা তাদের দলে স্বাগত জানিয়েছি ।