
আলিপুরদুয়ার:-করোনার জেরে লকডাউনের প্রভাব বন্যপ্রাণ জগতে।দূষন মুক্ত পরিবেশে গ্রামে গঞ্জে নিরাপদে চড়ে বেড়াচ্ছে বন্যপ্রান।লকডাউনের পর থেকেই ডুয়ার্সের জঙ্গল মহলের পার্শ্ববর্তী গ্রামগঞ্জে হামেশাই ঢুকে পড়ছে হাতি,হরিন,গন্ডার এর মতো বন্যপ্রাণী কূল।কখনও গ্রামের গাছে মগডালে চরে বসছে চিতাবাঘ। এবার জোড়া বাইসন ঘুরে বেড়াল গ্রামের পথে ঘাটে। গৃহপালিত গরু, ছাগলদের সাথে মাঠে সকাল থেকে ঘাস খেল বাইসন যুগল।
রবিবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতার জঙ্গল থেকে এক জোড়া পূর্ণবয়স্ক বাইসন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের তপসিখাতায় ঢুকে পরে।
তপসিখাতা থেকে ঘাস খেতে খেতে বাইসন দুটো কোচবিহারের মরিচ বাড়ি এলাকায় ঘুরতে থাকে। মাঠে গরু, ছাগলের সাথে বাইসন দুটিকে ঘাস খেতে দেখে সন্দেহ হয় স্থানীয় গ্রামবাসিদের। এরপর গ্রামবাসিরা খবর দেন জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষকে। জলদাপাড়া জাতীয় উদ্যানের থেকে একটি বিশেষজ্ঞ দল এসে বাইসন দুটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে তাদের কাবু করে নিয়ে যায় জলদাপাড়ার চিলাপাতার জঙ্গলে।
জলদাপাড়া জাতীয় উদ্যান সুত্রে খবর বাইসন দুটি সুস্থ অবস্থায় রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর বাইসন দুটিকে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।